Prothom Bangladesh Amar Shesh Bangladesh-প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ।

  • 4 years ago
Prothom Bangladesh Amar Shesh Bangladesh-প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ-"শব্দ সুরে জাতীয়তাবাদ" কর্তৃক সম্পাদিত।
এই গানটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম জনপ্রিয় দেশাত্মবোধক গান। সম্ভবত ১৯৭৭/৭৮ সনে গানটি প্রথম প্রচারিত হয়। বাংলাদেশ টেলিভিশনে নওয়াজিশ আলী খান প্রযোজিত ‘বর্ণালী’ অনুষ্ঠানের জন্য "প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ"-শিরোনামে একটি দেশাত্মবোধক গান লিখেন বিশিষ্ট গীতিকার মনিরুজ্জামান মনির এবং যার সুর ও সঙ্গীত পরিচালনা করেছিলেন আলাউদ্দিন আলী। শিল্পী শাহনাজ রহমতউল্লাহ’র কণ্ঠে বিটিভিতে প্রচারিত এই গানটি অবিশ্বাস্য ভাবে জনপ্রিয়তা লাভ করে।

Recommended