ekdin chuti hobe onek dure jabo
  • 5 years ago
চলচ্চিত্রটির কিছু তথ্য : স্বরলিপি বাণীচিত্রের পরিবেশিত(প্রযোজনা সংস্থা) 'রমলা সাহা' প্রযোজিত 'ছুটির ঘন্টা' চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আজিজুর রহমান ।
চলচ্চিত্রটি সহকারি পরিচলানায় আছেন 'সিদ্দীকুর রহমান' ও ' মনতাজুর রহমান আকবর' ।
প্রধান সহাকারি পরিচালক 'মতিন রহমান' ।
১৯৮০ সালে ২মে এই চলচ্চিত্রটি দেশের বিভিন্ন পেক্ষাগৃহে মুক্তি পায় ।
(চলচ্চিত্রটি জাতীয় পর্যায়ে পুরস্কার লাভ করে)
চলচ্চিত্রটিতে ৪ টি জনপ্রিয় শ্রুতিমধুর গান আছে ।
১...একদিন ছুটি হবে অনেক দূরে যাবো ।
২...পুরুষ মানুষ কেনযে আইলো দুনিয়ায় ।
৩.... আমাদের দেশটা স্বপ্নপুরী
৪...আচার খাইলে বিচার হবে।
সংগীত পরিচালনা করেছেন 'সত্য সহা' ও সম্পাদনা করেছেন 'নুরন্নবী' ।
চিত্রগ্রাহক ছিলেন সাধন রায়।
,
চলচ্চিত্রটিতে যারা অভিনয় করেছেন তাদের আসল নাম (গল্পে তাদের নাম-চরিত্র) : নায়করাজ-রাজ্জাক (আব্বাস মিয়া-দপ্তরি) , শাবানা (আঙ্গুরী-ঝাড়ুদার) , সুমন (আসাদুজ্জামান খান-গল্পে ১২ বছরের শিশু) , সুজাতা (মিসেস খান- শিশুর মা)
এটি এম শামসুজ্জামান (পন্ডিত) , জুয়েল আইচ (জাদুকর) , শওকত আকবর (নানা) , খান আতাউর রহমান (পুলিশ) , রবিউল ( সুরত আলি - আচার বিক্রেতা) । এছারাও এই চলচ্চিত্রটিতে আরো অনেকে অভিনয় করেছেন ।
,
এই চলচ্চিত্রে শিশুশিল্পি সুমন , রাজ্জাক - শাবানা সহ সবাই অসাধারন অভিনয় করেছেন ।সত্যিই তারা কিংবদন্তি , এরকম অভিনেতা/অভিনেত্রী বর্তমান বাংলা চলচ্চিত্রে বড়ই বিরল ।
Recommended