ফ্লোরিডায় হাইস্কুলে হামলায় দায় স্বীকার করেছেন অভিযুক্ত

  • 6 years ago
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হাইস্কুলে ১৭ জনকে গুলি করে হত্যার ঘটনায় আটক নিকোলাস ক্রুজের ব্যাপারে শিক্ষকদের আগেই সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এরই মধ্যেই হামলাকারী নিজের দোষ স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ। বুধবারের ঘটনায় শোক প্রকাশ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউজে বক্তব্যে তিনি সবাইকে শান্ত থাকার পাশাপাশি ধৈর্য ধরারও আহ্বান জানান। হামলায় নিহতদের স্মরণে ফ্লোরিডাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে চলছে প্রার্থনা।

The US intelligence agency FBI has warned the teachers about Nicholas Cruz, who was arrested in connection with the shooting of 17 people in high school in Florida, USA. In the meantime, the attacker has confessed to his guilt, police said. President Donald Trump expressed his condolences on Wednesday. In the White House speech on Thursday, he urged everyone to stay calm and be patient. Prayers are going on in various places including Florida, in memory of those killed in the attack.

Recommended