Google Sketchup Tutorial Bangla, Select Tools , MAD WORLD

  • 6 years ago
প্রথমেই তোমাকে পাগলের রাজ্যে স্বাগতম আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।

আসলে আমি ভিডিওটি তৈরী করেছি আমার দায়বদ্ধতা থেকে। আমি নিজেও Google Sketchup-এর কাজ শিখেছি এই YouTube থেকে কারও না কারও ভিডিও টিউটোরিয়াল দেখে। তাদের কাছে আমি ঋনি, আর এ জন্য তাদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা।

যেহেতু আমি শিখেছি YouTube থেকেই কারও কাছে তাই আমার উচিত আমারও কাউকে একইভাবে শেখানো। এতে করে সেই সব ব্যক্তিদের প্রতি বিন্দুমাত্র হলেও কৃতজ্ঞতা প্রকাশ যারা করতে পারবো, হয়তো।

আমি আমার ভিডিওগুলো বানিয়েছি একেবারেই যারা Google Sketchup-এর একেবারেই শুরুতে রয়েছে (মানে বাচ্চা পোলাপাইন) তাদের কথা মাথায় রেখে। যারা একটু একটু করে শিখতে চাও তাদের জন্য। খুব অল্প ডিউরেশনে বানানো হয়েছে ভিডিওগুলো। আর যারা আমার মত পাগল তাদের জন্য।

তোমরা শিখতে থাকো যেকোন সমস্যা, প্রয়োজন আমাকে জানাতে পারো। YouTube Comments, Facebook Page, E-mail-এর মাধ্যমে। এমনকি মোবাইলে ফোন করেও আমার সাথে যোগাযোগ করতে পারো সময় পেলে অবশ্যয় ফোন রিসিভ করবো, কথা বলবো ও হেল্প করবো।

তোমরা ধারাবাহিক ভাবে আরও ভিডিও পাবে ইনশা-আল্লাহ। তবে তোমাদের প্রয়োজন জানালে চেষ্টা করবো সেই অনুসারে ভিডিও প্রকাশ করার। তোমদের সামান্য উপকার হলেই আমি নিজেকে ধন্য মনে করবো ও এটাই হবে আমার সার্থকতা।

পরিশেষে, আমার ভিডিওতে শুধুমাত্র তোমাদের কমেন্টস আশাকরি যেন আরও ভালো কিছু তোমাদের দিতে পারি।

সবাই ভালো থাকবে। আর এই পাগলের সাথেই থাকবে,

আজকের Sketchup Tutorials-এ তোমরা শিখবে Select Tools-এর কাজ সম্পর্কে।

১. অনান্য প্রোগ্রামের মত এটিও Select করতে ব্যবহার হয়। এটি মূলত একটি এ্যরো।
২. Tool বারের প্রথমে ও Tool প্যালেটের প্রথমেই রয়েছে Select Tools.
৩. Select Tools-এর Keyboard Shortcut হচ্ছে Space Bar. Space Bar = Select Tools.
৪. Sketchup-এর সকল Object-ই কোন Line বা Face-এর সমন্বয়ে তৈরী।
৫. Line বা Face- এ Single Click করলে শুধুমাত্র ঐ Line বা Face-টি সিলেক্ট হবে।
৬. যেকোন Face- এ Double Click করলে ঐ Face সহ সংশ্লিষ্ট Line গুলো সিলেক্ট হবে।
৭. যেকোন Face- এ Triple Click করলে পুরো Object-ই সিলেক্ট হবে।
৮. কোন কিছু সিলেক্ট করা হলে তা, নীল কালারের হয়ে যাই।
৯. Object -এর বাইরে ক্লিক করলে সিলেকশন চলে যাবে।
১০. কোন Object Group বা Component করা থাকলে একবার ক্লিক করলেই সিলেকশন হয়ে যাবে।
১১. কোন Group বা Component-কে Edit করতে হলে Triple Click করে Edit করতে হবে।
১২. একাধিক Object যদি সংযুক্ত অবস্থায় থাকে তবে একটিতে Triple Click করলে অন্য Object-টিও Select হয়ে যাবে।
১৩. Mouse Left to Right Drag করে সিলেক্ট করলে যতটুকু সিলেকশনের একেবারে ভিতরে পড়বে ঠিক ততটুকুই সিলেক্ট হবে, বাকিটা হবেনা।
১৪. Mouse Right to Left Drag করে সিলেক্ট করলে সিলেকশ যা স্পর্শ করবে ঠিক সেগুলোই সিলেক্ট হবে।
১৫. Shift Press করলে Mouse এর সাথে (+/-) চিহ্ন দেখা যাবে। এরপর সিলেক্ট করলে একাধিক Multiple Select হবে বা পূর্বে সিলেক্ট করা থাকলে তা Deselect হবে।

Thanks,
Md. Al-Amin
www.facebook.com/madworldbd
www.facebook.com/alaminmunnaa
Cell: +8801726777797
+8801769915818
Hash Tags:
#google #sketchup #tutorial #bangla #al #amin #munnaa #munna #alaminmunnaa #rajshahi #select #tools #design #max #auto #cad #mad #world #bd #madworldbd